গত ২৮ জুন শুক্রবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম “চাকরি খুজব না, চাকরি দেব” এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ৫ম বারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়।
“চাকরি খুজব না, চাকরি দেব”-এর পরিচালক প্রীতি ওয়ারেসা জানান – ২০১৮ সালের কার্যক্রমের ভিত্তিতে মোট ১৯টি উদ্যোগের উদ্যোক্তাদের এবার সম্মাননা প্রদান করা হয়েছে। গ্রুপের সমন্বয়কারী প্রমি নাহিদ জানিয়েছেন ২০০ এর বেশি মনোনয়ন থেকে বিচারক মন্ডলী ৮টি নবীন উদ্যোক্তা স্মারক ও ৯ টি উদ্যোক্তা সম্মাননা জন্য নির্বাচিত করেছেন।
উদ্যোক্তাদের এই মিলন মেলায় সম্মাননা তুলে দিয়েছেন আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, সহজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির, মার্ক এন্ড স্পেন্সারের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক, ইপিবির সচিব আবু হেনা মোর্শেদ জামান, চট্টগ্রামের কর কমিশনার বাদল সৈয়দ, স্কিটির অধ্যক্ষ প্রমূখ।
এবারের আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলো এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কাইলার্ক সফট লিমিটেড এবং প্রাইডজুম।
এছাড়া এই আয়োজনের সহযোগিতায় ছিলো আমার পে, আদর্শ পাবলিকেশন্স, আলফা প্রিন্টার্স, এ আর কমিউনিকেশন, বিডি ভেঞ্চার লিমিটেড, বিজকোপ, দেশী বাইকার, ই-কুরিয়ার লিমিটেড, ফোকাস ফ্রেম, ফার্মাকন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, কড়ি ডট কম, মার্স প্রিন্টিং, নির্ভেজাল, ওখানেই ডট কম, প্রিয়শপ, প্রোট্র্যাকার, পিটিআরসি, রকেট কুরিয়ার, সোর্স অব প্রোডাক্ট, নাগরিক, স্টার্টআপ গ্রাইন্ড, স্টার্টআপ হার্ডল, এসএমই ভাই, ট্যান, ওয়ালেট মিক্স, সৌখিন বাই কানন, পারটিক ফুড এন্ড বেভারেজ, উইপি ডেভেলপার এবং জিশান ফুড।
উদ্যোক্তা সম্মাননা ২০১৮ তে নবীন উদ্যোক্তা পেয়েছেন বিডি অ্যাসিস্ট্যান্ট লিমিটেড, হোটেল ট্রপিক্যাল ডেইজি, নেক্সপার্ক লিমিটেড, এলগোম্যাট্রিক্স, গার্নার থিওরি লিমিটেড, , স্বপ্নযাত্রা, হ্যালোটাস্ক এবং আমাররুম ডট কম।
উদ্যোক্তা স্মারক পেয়েছেন শাবাব লেদার, ডিজিসফট টেকনোলজি, রংপুর সোর্স, , শুদ্ধ কৃষি, দয়িতা, কারুকাজ পাট শিল্প, , পিপলস ফুটওয়্যার এন্ড লেদার গুডস, প্রাইম আইটি লিমিটেড ও প্রাইডসিস আইটি লিমিটেড।
এর মধ্যে সৃজনশীল উদ্যোক্তার জন্য সাজগোজ কে নুরুল কাদের সম্মাননা ও পরিশ্রমী উদ্যোক্তার জন্য রুপগ্রাম এগ্রো ফার্ম কে ইউসুফ চৌধুরী সম্মাননা প্রদান করা হয়েছে।