বিশ্বের সবচেয়ে উন্নত ক্যামেরা স্মার্টফোনের স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ের পি৩০ প্রো ডিভাইসটি। কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপসংবলিত ডিভাইসটিতে ৫এক্স অপটিক্যাল জুম ও ১০এক্স হাইব্রিড জুম সুবিধা রয়েছে। হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের হ্যান্ডসেট পণ্য বিভাগের প্রেসিডেন্ট কেভিন হো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংহাইতে জানিয়েছেন, হুয়াওয়ের পি৩০ সিরিজের সরবরাহ এরই মধ্যে এক কোটি ইউনিট ছাড়িয়েছে। খবর এনডিটিভি।
কেভিন হোর দাবি, পি২০ সিরিজ বাজারে আসার পর সরবরাহ এক কোটি ইউনিটে পৌঁছতে যে সময় লেগেছে, তার চেয়ে ৬২ দিন আগেই পি৩০ সিরিজের সরবরাহ কোটি ইউনিট ছাড়িয়েছে। বহুল আলোচিত পি৩০ সিরিজের ডিভাইসের এ মাইলফলক ছুঁতে সময় লেগেছে ৮৫ দিন।
হুয়াওয়ে পি৩০ সিরিজের একগুচ্ছ ডিভাইস একযোগে বৈশ্বিক বাজারে ছেড়েছে। এ তালিকায় রয়েছে পি৩০, পি৩০ লাইট ও পি৩০ প্রো স্মার্টফোন। ডিভাইসগুলোতে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।