চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ে সদ্য উন্মোচন করেছে নোভা ৫ সিরিজ। এই ফোনের সাথে তারা কিরিণ ৮১০ প্রসেসর ব্যবহার করেছে। এই প্রসেসর তারা তাদের মধ্য রেঞ্জ হ্যান্ডসেটের সাথে ব্যবহার করবে। এটি ৭ ন্যানোমিটারের প্রসেসর এর ওপর বানানো হয়েছে। স্মার্টফোন বিশেষজ্ঞদের মতে এই প্রসেসর স্ন্যাপড্রাগন এর ৭০০ সিরিজের থেকে ভালো।
এই প্রসেসর কেবলমাত্র খাতায়-কলমে ভালো ফল করেনি বরং বেঞ্চমার্ক পরীক্ষাতেও অনেক নম্বর পেয়েছে। আনটুটু বেঞ্চমার্কে নোভা ৫ স্মার্টফোনকে দেখানো হয়েছে। এই বেঞ্চমার্ক স্থান তালিকায় কিরিণ ৮১০ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর এর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। এই রিপোর্টের পর মনে করা হচ্ছে হুয়াওয়ের স্মার্টফোনগুলো অন্যান্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর স্মার্টফোনের থেকে অনেক ভালো হবে।
হুয়াওয়ে নোভা ৫ এর প্রসঙ্গে বলতে গেলে বলতে হবে অন্তনু বেঞ্চমার্ক এর সাইটে এই ফোন ২৩৭০০০ পয়েন্টস পেয়েছে যা কিনা স্ন্যাপড্রাগন এর চেয়ে ১৩ শতাংশ বেশি । তাই জন্য হুয়াওয়ে এর এই প্রসেসরকে খুবই ভালো ও বাকিদের চেয়ে শ্রেয় মনে করা হচ্ছে। বেঞ্চমার্ক এর ওয়েবসাইট অনুযায়ী পারফরমেন্সের দিক থেকেও এই ফোন ৭০ শতাংশ বেশি শক্তিশালী । কিরিণ ৮১০ প্রসেসর এ নতুন GPU দেওয়া হয়েছে। এই GPU এড্রেনো ৬১৮ তুলনায় ২৫ শতাংশ বেশি স্কোর করেছে ।