মার্কিন সরকার চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে ১৫ মে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর এখন পর্যন্ত গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করেছে।
যুক্তরাজ্যের সংসদীয় কমিটি হুয়াওয়ের পণ্য ও সেবার উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব বাতিল করেছে বলে জানিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল । পুর্বে ২৯ জুন জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি২০ শীর্ষক সম্মেলনে হুয়াওয়ের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প।
যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাইন্স অ্যান্ড টেকনোলোজি কমিটির চেয়ারম্যান নরমান লাম্ব এক চিঠিতে জানিয়েছেন, যুক্তরাজ্যে হুয়াওয়েকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না। যুক্তরাজ্যের ফাইভজি ও অন্যান্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাইরে রাখার কোনো ভিত্তি খুঁজে পায়নি তার নেতৃত্বাধীন কমিটি। তবে চিঠিতে এটাও জানানো হয়, নেটওয়ার্কের স্পর্শকাতর উপাদানগুলো হুয়াওয়ের ধরা ছোঁয়ার বাইরে থাকবে। অর্থাৎ তারা বেশি গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য হুয়াওয়েকে দিতে ইচ্ছুক নয়।
হুয়াওয়েকে নিষিদ্ধ করে নিরাপত্তা ঝুঁকি এড়ানো যাবে না। ঝুঁকি এড়াতে চাইলে প্রত্যেকটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিল করতে হবে বলে মনে করেন লাম্ব ।