ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নামটি এখন দেশের সবার কাছে বেশ পরিচিত । তিনি একাই ফেসবুকে রীতিমত সামাজিক আন্দোলন শুরু করেছেন। যেখানেই অনিয়ম, সেখানেই ফেসবুক খুলে লাইভে আওয়াজ তুলছেন তিনি । দিনের পর দিন চলতে থাকা অনিয়মগুলো ব্যারিস্টার সায়েদুল হক সুমনের এমন ‘ফেসবুক লাইভ আন্দোলন’র ফলে অবিলম্বে সমাধান দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশি পরিচয় দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মিথ্যা ও বানোয়াট নালিশ করায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার অভিযোগ প্রিয়া সাহা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। একই সঙ্গে প্রিয়া সাহার এই বক্তব্যকে তিনি বাংলাদেশের জন্য একটি চক্রান্ত বলে মনে করছেন।
গতকাল শুক্রবার (১৯ জুলাই) ফেসবুক লাইভে সৈয়দ সায়েদুল হক সুমন এ ঘোষণা দেন। তিনি জানান, রোববার আদালত খোলা হলে তিনি প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করবেন।
তার এই ঘোষণার পর তার নামে বেশ কিছূ ফেসবুক পেজে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন কথা দেখা যাচ্ছে ।
হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিষেদগার কথার নিয়ে তিনি তার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন,’আমার নাম ব্যাবহার করে একটি ফেক পেজ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিষেদগার করছে। আমি এ বিষয়টি পুলিশকে জানিয়েছি। আপনারা সচেতন থাকবেন। এটাই আমার একমাত্র পেজ যার ফলোয়ার ২০ লক্ষের অধিক।’
ফেসবুকে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন লিখে সার্চ বাটুন ক্লিক করলে ৪০টি পেজ আসে । যার ৩৯ টিই তিনি ব্যবহার করেন না বলে জানিয়েছেন । তার ব্যবহিত পেজে ২০ লক্ষের অধিক ফলোয়ার রয়েছে ।