ইলন মাস্কের ছেড়ে যাওয়া এআই প্রতিষ্ঠানে বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের বরাতে জানা গেছে, ইলন মাস্ক প্রতিষ্ঠিত ওপেন এআই প্রতিষ্ঠানে একশত কোটি ডলার বিনিয়োগ করবে এই সফটওয়্যার জায়ান্ট।
উল্লেখ্য, ওপেনএআই মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন ও গবেষণা নিয়ে কাজ করে।
এদিকে, শুধু বিনিয়োগই নয়, ওপেনএআই-এর সঙ্গে কাজ করারও ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, মাইক্রোসফট আজুর’র জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপার কম্পিউটিং প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ করবে তারা। এছাড়া ভবিষ্যতে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টিলিজেন্স বা এজিআই নির্মাণের লক্ষ্যও রয়েছে এই দুই প্রতিষ্ঠানের।
ওপেন এআই অবশ্য ইতোমধ্যে এ ধরনের প্রযুক্তি তৈরি করেছে। তবে সেটিকে ঠিক স্বয়ংস্বম্পূর্ণ বলা যাবে না। ওপেন এআই-এর ওই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিটি কম্পিউটার গেমে মানুষকে হারানো এবং বিশ্বাসযোগ্য হবে এমন মিথ্যা সংবাদ লেখার মতো কাজ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল।
এনগেজেট জানিয়েছে, স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ওপেনএআই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার সময় পাশে থাকলেও, পরবর্তীতে নিজেকে সরিয়ে এনেছেন। ওপেন এআই প্রতিষ্ঠার সময় থেকেই নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাবের ব্যাপারে শঙ্কিত ছিলেন এবং এ ব্যাপারে নিজের শঙ্কা জানাতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি মাস্ক।
তবে প্রতিষ্ঠানটির দাবি, এজিআই’র মতো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি তৈরি করলে তা শিক্ষা, চিকিৎসা, আবহাওয়া ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকাই পালন করবে।