সম্প্রতি পণ্য যাচাই বাছাইয়ের পরামর্শক প্রতিষ্ঠান ‘হুইচ’ দাবি করেছে,অ্যামাজন পণ্যের ভুয়া রিভিউ, বেচাকেনার গ্রুপ বন্ধ করতে ব্যর্থ হয়েছে ফেসবুক।
যুক্তরাজ্যভিত্তিক এই ভোক্তা সংস্থা বলছে, তারা এমন কিছু গ্রুপের সন্ধান পেয়েছে যেখানে ভুয়া রিভিউ লিখতে কর্মী নিয়োগ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তদন্তের স্বার্থে তারা নজরদারি করতে ১০ টি ভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছিল। গ্রুপগুলোতে রিভিউয়ারদের পক্ষ থেকে ৩০ দিনের মধ্যে ৫৫ হাজার পোস্ট পাবলিশড হয়।ওই পোস্টগুলোতে অ্যামাজন পণ্যের গুণগান গাইলে ফ্রি পণ্য দেওয়ার ঘোষণা থাকত।
এ প্রসঙ্গে হুইচ গ্রুপের হেড অব প্রোডাক্ট নাটালি হিটচিনস জানিয়েছেন, ক্রেতারা যে নিম্নমানের পণ্য কিনে ঠকছে সে ব্যাপারে ফেসবুকের কোনো পদক্ষেপ না নেওয়াটা উদ্বেগজনক।
এদিকে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, রিপোর্ট করা প্রায় সব গ্রুপের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে। হুইচের রিপোর্ট করা ১০ টির মধ্যে নয়টি গ্রুপই ডিলিট করা হয়েছে। আর বাকি একটি গ্রুপের ব্যাপারেও তদন্ত চলছে।
প্রসঙ্গত, চলতি বছরের জুনে কম্পিটিশন ও মার্কেটস অথোরিটি ভুয়া রিভিউ প্রকাশ করা গ্রুপগুলোর ব্যাপারে পদক্ষেপ নিতে ফেসবুককে অনুরোধ জানিয়েছিল।