ইতিমধ্যেই বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা পেয়েছে স্যামসাং গ্যালাক্সি এ আর স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোনগুলি। যে কোন সময় গ্যালাক্সি এ৭০, গ্যালাক্সি এ৫০ আর গ্যালাক্সি এম৩০ ফোনগুলি কেনার পরামর্শ দিতে পারি আমরা। এবার গ্যালাক্সি এম সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল স্যামসাং। নতুন গ্যালাক্সি এম৪০ ফোনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে।
এই মুহুর্তে গ্যালাক্সি এম সিরিজের এটাই সবথেকে ভালো স্মার্টফোন। এই প্রথম গ্যালাক্সি এস১০ ছাড়া অন্য কোন স্যামসাং ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গেল। এছাড়াও এই ফোনে ইয়ারপিস এর পরিবর্তে স্ক্রিন ভাইব্রেশন ব্যবহার করে ফোন কল করা যাবে। ৩০,৯৯০ টাকার এই স্মার্টফোন কেমন হল ? দেখে নিন।
স্যামসাং গ্যালাক্সি এম৪০ ডিজাইন
গ্যালাক্সি এম৪০ ফোনের ডিজাইনে গ্যালাক্সি এম সিরিজের অন্যান্য ফোনের থেকে খুব বেশি পার্থক্য নেই। ফোনের পিছনে থাকছে গ্লসি প্লাস্টিক ফিনিশ। তবে ভুলিউম বাটনে আঙ্গুল পৌঁছাতে সমস্যা হয়েছে আমাদের। রোজকার ব্যবহারের খুব সহজেই এই ফোনের প্লাস্টিক বডিতে স্ক্র্যাচ পরে যাবে।
ফোনের সামনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে। এই কোন স্যামসাং গ্যালাক্সি এম৪০ সিরিজের ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গেল। এই পাঞ্চ হোল এর চারপাশে একটু কালো আভা দেখা গিয়েছে।
গ্যালাক্সি এম৪০ ফোনে থাকছে হাইব্রিড সিম ট্রে। দুটি ন্যানো সিম কার্ড অথবা একটি ন্যানো সিম কার্ড ও একটি মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করা যাবে। তবে এই ফোনে যথেষ্ট ইন্টারনাল স্টরেজ পাওয়া যাবে। তাই দুটি সিম কার্ড একসাথে ব্যবহার করতে অসুবিধা হবে না।
স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে কোন ৩.৫ মিমি অডিও জ্যাক থাকছে না। তবে ফোনের বাক্সের সাথে থাকছে একটি ইউএসবি টাইপ-সি হেডসেট। এই দামে অন্য কোন ফোনে হেডসেট পাওয়া যায় না। তাই বাক্সের মধ্যে হেডসেট আমাদের অবাক করেছিল।
গ্যালাক্সি এম৪০ ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও বাক্সের সাথেই থাকছে সিম ইজেক্টার টুল, ১৫ ওয়াট চার্জিং অ্যাডাপটার, টাইপ-সি কেবল আর গ্যালাক্সি এম৪০ হেডসেট।
স্যামসাং গ্যালাক্সি এম৪০ স্পেসিফিকেশন ও সফটওয়্যার
স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ওয়ান ইউআই স্কিন। এই ফোনে থাকছে একটি ৬.৩ ইঞ্চি এফএইচডি + পাঞ্চ হোল ইনফিনিটি-ও ডিসপ্লে। গ্যালাক্সি এম৪০ ফোনের ভিতরে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। সাথে থাকছে এন্ড্রেনো ৬১২ জিপিইউ, ৬জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে স্যামসাং।
কানেক্টিভিটির জন্য স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে থাকছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস আর একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি ৩,৫০০ এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
স্যামসাং গ্যালাক্সি এম৪০ পারফর্মেন্স, ক্যামেরা আর ব্যাটারি লাইফ
দৈনন্দিন কাজে স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোন ব্যবসারে কোন সমস্যা হয়নি। এই ফোনে দ্রুত অ্যাপ লঞ্চ হয়, ইউজার ইন্টারফেস যথেষ্ট মসৃণ, একটানা অনেক সময় চ্যাট ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে ফোন গরম হয়ে যায় না।
গ্যালাক্সি এম৪০ ফোনে গেম খেলতেও কোন সমস্যা হয়নি। তবে পাবজি খেলার সময় এই ফোন গরম হতে শুরু করেছিল। মাত্র ১০ মিনিট খেলার পরেই গরম হয়েছিল এই স্মার্টফোন।
বাক্সের মধ্যে থাকা টাইপ-সি হেডসেটে ভালো আওয়াজ পাওয়া যাবে। এই ফোনের ডিসপ্লের চারদিকে পাতলা বেজেল ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও ভালো করে তোলে।
ভয়েস কল এর জন্য এই ফোনে স্ক্রিন সাউন্ড প্রযুক্তি ব্যবহার হয়েছে। ডিসপ্লের কোন জায়গা কানে লাগালে সবথেকে ভালো শোনা যাবে তা দেখিয়ে দেবে স্যামসাং।
ছবি তোলার জন্য স্যামসাংগ্যালাক্সি এম৪০ ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে স্যামসাং।
ভালো আলোতে গ্যালাক্সি এম৪০ ফোনের ক্যামেরায় দুর্দান্ত ছবি ওঠে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় দারুন পার্সপেকটিভ পাওয়া সম্ভব। তবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় আটোফোকাস থাকছে না।
দিনের আলোতে গ্যালাক্সি এম৪০ ফোনের ক্যামেরায় ভালো ম্যাক্রো তোলা সম্ভব। কম আলোতে এই ফোনের অটোফোকাসে সমস্যা হয়। ৪কে ও ১০৮০ পিক্সেলে ভালো ভিডিও তোলা যায় এই ফোনের ক্যামেরায়। তবে কোন স্টেবিলাইজেশন থাকছে না।
স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনে থাকছে একটি ৩,৫০০ এমএএইচ ব্যাটারি। আমাদের এইচডি ভিডিও লুপ টেস্টে ১৫ ঘন্টা ৩০ মিনিট চলেছে এই ফোনের ব্যাটারি। এক চার্জে খুব সহজেই গোটা দিন চলবে গ্যালাক্সি এম৪০ ফোনের ব্যাটারি। বাক্সে থাকা চার্জারের মাধ্যমে ৩০ মিনিটে ৪৭ শতাংশ চার্জ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোনের ব্যাটারি।
মতামত
স্যামসাং গ্যালাক্সি এম৪০ ফোন খুব সহজেই মিডরেঞ্জ গ্রাহকের মন জয় করবে। এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, স্ক্রিন সাউন্ড প্রযুক্তি। এর আগে এই দামে অন্য কোন ফোনে এই ফিচার দেখা যায়নি।
গ্যালাক্সি এম৪০ ফোনের এলসিডি ডিসপ্লেতে ভালো ব্রাইটনেস পাওয়া গেলেও পাঞ্চ হোল এর চারপাশে কালো আভা দেখা গিয়েছে। এই ফোনে কোম্পানির অ্যামলেড ডিসপ্লে ব্যবহার হলে আরও আকর্ষনীয় প্যাকেজ হতে পারত এই স্মার্টফোন। এছাড়াও এই ফোনে রয়েছে হাইব্রিড ডুয়াল সিম কার্ড। অর্থাৎ ডুয়াল সিম ব্যবহার করলে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না।
গেম খেলা যদি আপনার প্রাথমিক লক্ষ্য হয় তবে ৬জিবি র্যাম এর রেডমি নোট ৭প্রো ফোন দেখে নিতে পারেন। এছাড়াও স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট সহ মাত্র ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে পোকো এফ১।