হং কংয়ে ৪৮৫৬ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের প্রথম ফোল্ডএবল ডিভাইস গ্যালাক্সি ফোল্ড, যা ডিভাইসটির মূল দাম ১৯৮০ ডলারের দ্বিগুণেরও বেশি।
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় মাত্র এক থেকে দুই হাজার গ্যালাক্সি ফোল্ড সরবরাহ করা হয়েছে।
গিজমোচায়নার আরেক প্রতিবেদনে বলা হয়, “প্রিমিয়াম হিসেবে হং কংয়ে যে ডিভাইসগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্রি করা হচ্ছে না। রিসেলাররা এই ডিভাইসগুলো দক্ষিণ কোরিয়া থেকেই কিনে নিয়ে গেছে।”
হং কংয়ে ডিভাইসটির এতো চড়া দামের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে এটির অত্যন্ত সীমিত সরবরাহ। আর ডিভাইসটি এখনও বিশ্বের অন্য কোনো দেশের বাজারে আসেনি।
ইতোমধ্যেই স্যামসাং একটি সস্তা গ্যালাক্সি ফোল্ড বানানোর লক্ষ্যে কাজ শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ডিভাইসটির মূল্য হতে পারে এক হাজার মার্কিন ডলার।
বর্তমান গ্যালাক্সি ফোল্ডের দাম প্রায় দুই হাজার মার্কিন ডলার, যা বেশির ভাগ গ্রাহকের নাগালের বাইরে।
নতুন সংস্করণে ডিভাইসটির দাম কমাতে স্টোরেজ কমিয়ে ২৫৬ গিগাবাইট করার পরিকল্পনা করছে স্যামসাং। বর্তমান গ্যালাক্সি ফোল্ডের স্টোরেজ ৫১২ গিগাবাইট।