দেশের সাধারণ মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে ২০১৬ সালের জুলাই মাসে ফেসবুকে যাত্রা শুরু করে ইংরেজি ভাষা শেখার গ্রুপ ‘সার্চ ইংলিশ’। গ্রুপটির প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ।প্রথাগত ইংরেজি শিক্ষার দিকে না গিয়ে ব্যতিক্রমধর্মী পন্থায় ইংরেজি চর্চার ফলে এই প্ল্যাটফর্ম খুবই অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে বাংলাদেশের ই ল্যানিং এর সব থেকে বড় প্লাটফর্ম হচ্ছে সার্চ ইংলিশ ।
সার্চ ইংলিশ এবং স্টার্টআপ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সার্চ ইংলিশ এর প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ এবং সার্চ ইংলিশ এর হেড অব কন্টেন্ট, জান্নাত কাদের চৌধুরী ।
https://www.facebook.com/Techzoom.TV/videos/662456814241099/