মাত্র এক মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৯ লাখ ৬০ হাজার বেড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) জানিয়েছে, গত আগস্ট মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় এই উল্লম্ফন দেখা গেছে। নিকট অতীতে এক মাসে এত ইন্টারনেট ব্যবহারকারী যোগ হয়নি।
তথ্য বলছে, নতুন ব্যবহারকারীদের মধ্যে ১৯ লাখ ৫৯ হাজার মোবাইল ইন্টারনেট ও এক লাখ ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে।
পাওনা নিয়ে গত কয়েক মাস ধরে গ্রামীণফোন ও রবিকে চাপে রেখেছে বিটিআরসি। বকেয়া আদায়ে মোবাইল ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার মতো ব্যবস্থার দিকেও হেঁটেছে নিয়ন্ত্রক সংস্থা। এসবের পরও ইন্টারনেট ব্যবহারকারীর ব্যাপক সংখ্যা বৃদ্ধি অবাক করেছে সংশ্লিষ্টদের।
গত জুলাই মাসে গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ কমিয়ে দিয়েছিল বিটিআরসি। এখন তাদের তথ্যই বলছে, ব্যান্ডউইথ কমানোর পরও অপারেটরগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়েনি। বরং নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।
এর মধ্য দিয়ে দেশে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হলো ৯ কোটি ৮১ লাখ যার মধ্যে ৯ কোটি ২৪ লাখই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। ওয়াইম্যাক্স গ্রাহকের সংখ্যা ৪০ হাজারের আশপাশে। অন্যদিকে তারের মাধ্যমে সার্ভিস প্রোভাইডারের সেবা গ্রহণকারী সংযোগ সংখ্যা এখন ৫৭ লাখ ৩৫ হাজার।