আগামী বছর আত্মপ্রকাশ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টফোন এস১১। ইতিমধ্যেই এই ফোন তৈরির কাজে হাত দিয়েছে সংস্থাটি।
জানা গিয়েছে, এই ফোনের মাধ্যমেই স্মার্টফোনের জগতে বড় চমক দিতে চলেছে স্যামসাং। একটি ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এই ফোনে। এচাড়াও এই ফোনে ব্যবহার করা হবে একটি অত্যাধুনিক সেন্সর।
এছাড়াও এই ফোনে থাকছে ৫ এক্স অপ্টিকাল জুমের জন্য একটি পেরিস্কোপ স্টাইল ক্যামেরা মডিউল। ইতিমধ্যেই অপোর একটি ফোনে ব্যবহার করা হচ্ছে এই ক্যামেরা মডিউলটি। এবার গ্যালাক্সি এস ১১ সিরিজে এই একই মডিউল ব্যবহার করবে স্যামসুং।
মনে করা হচ্ছে আগামী বছর স্যামসাং-এর এই ফোন বাজারে এলে কড়া প্রতিদ্বন্দীতার মুখে পড়তে পারে অ্যাপেলের আইফোনগুলি ।