বেসিস আইসিটি ডিজিটাল আওয়ার্ডসে পুরস্কার পেলো বাগডুম ডট কম বিডি। রিজিওনাল অ্যান্ড রিমোট সার্ভিসেস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাগডুম ডট কম বিডি।
রাজধানীর রেডিসন ব্লু হোটেল এ অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে ৩য় বারের মতো আয়োজিত ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস – ২০১৯, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও আরো অনেকে।
এ আয়োজনে বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হয়েছে ।
বাগডুম ডট কম এর সি.ই.ও মিরাজুল হক বলেন, বাংলাদেশি হিসেবে আমি মনে করি আমরা বাংলাদেশি পন্য অনলাইনে বিশেষ গুরুত্ব কখনই দেইনি, বাগডুম বাংলাদেশি সৃষ্টিশীলতা কে কেন্দ্র করে গ্রামীন মহিলাদের ডিজিটাল এবং ফাইনানশিয়াল ইনক্লুশন এর আওতায় এনে শুরু করেছে কৃষ্টি-যা বাংলাদেশ এর প্রথম গ্রামীন মহিলা উদ্যোক্তা ভিত্তিক ই-কমার্স প্লাটফর্ম। জাতীয় আইসিটি পুরষ্কার অর্জনের জন্য বাগডুম টিম, আইডিই এবং ওইসব মহিলা উদ্যোক্তাদের কাছে আমরা কৃতজ্ঞ।