বাংলাদেশে দ্বিতীয়বারের মত দারাজ আয়োজন করতে যাচ্ছে ‘ইলেভেন ইলেভেন’ (১১.১১) সেল ২০১৯ অনলাইন ক্যাম্পেইন। ১১ নভেম্বর আয়োজিত একদিনের এই ক্যাম্পেইনে পছন্দের পণ্যের উপর থাকছে ব্যাপক ছাড়।
বিভিন্ন ভাউচারের সমন্বয়ে একটি শপিং ফেস্টিভালের অংশ হতে যাচ্ছে এই ক্যাম্পেইন। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আসন্ন ‘ইলেভেন ইলেভেন’ (১১.১১) ক্যাম্পেইন উপলক্ষ্যে আবারও দারাজ হাজির হল বিভিন্ন লোভনীয় ডাবল টাকা ভাউচার নিয়ে।
যেসব ডাবল টাকা ভাউচার থাকছে এবারের ১১.১১ সেল ক্যাম্পেইনে:
১,০০০ টাকা ভাউচার ৫০০ টাকা
২,০০০ টাকা ভাউচার ১,০০০ টাকা
৫,০০০ টাকা ভাউচার ২,৫০০ টাকা
১০,০০০ টাকা ভাউচার ৫,০০০ টাকা
কিভাবে ডাবল টাকা ভাউচার ব্যবহার করা যাবে?
১) ডাবল টাকা ভাউচার গুলো শুধুমাত্র দারাজ অ্যাপ শেক করে ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে পাওয়া যাবে এবং অবশ্যই ৩ টা থেকে ৫ টার মধ্যে দারাজ অ্যাপটি শেক করতে হবে।
২) ডাবল টাকা ভাউচার ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করে এবং বিকাশে ক্রয় করা যাবে।
৩) ডাবল টাকা ভাউচার কাস্টমারদেরকে ইমেইল/এসএমএস এর মাধ্যমে পাঠান হবে এবং ৬ নভেম্বরের মধ্যে তাদের অ্যাকাউন্টে ট্যাগ করে দেওয়া হবে।
৪) ফোন নম্বর/ই-মেইল অ্যাড্রেস সহ কাস্টমারের যে অ্যাকাউন্টে ডাবল টাকা ভাউচার ট্যাগ করে দেয়া হবে, শুধুমাত্র ঐ অ্যাকাউন্ট দিয়েই ডাবল টাকা ব্যবহার করে শপিং করা সম্ভব হবে।
৫) ডাবল টাকা ভাউচার ক্রয় করতে কোন ভাবেই অন্যান্য প্রোমোশনাল ভাউচার ব্যবহার করা যাবে না, অন্যথায় অর্ডারটি বাতিল বলে গণ্য হবে।
৬) ডাবল টাকা ভাউচার কেবলমাত্র একটি অর্ডারের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হবে, একাধিক অর্ডারের ক্ষেত্রে যেটা কোনভাবেই প্রযোজ্য নয়।
৭) একজন ক্রেতা শুধুমাত্র একটি ডাবল টাকা ভাউচার ক্রয় করতে পারবেন, একাধিক ডাবল টাকা ভাউচার ক্রয় করা সম্ভব নয়।
৮) ডাবল টাকা ভাউচার কোনভাবেই বেবি ও টোডলার ফুড, টপ আপ এবং দারাজ গিফট ভাউচার এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
৯) ডাবল টাকা ভাউচার শুধু ১১ নভেম্বরে দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ব্যবহার করা যাবে।
১০) ডাবল টাকা ভাউচার সমূহ অফেরতযোগ্য ভাউচার।