তিনটি ব্যাক ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর নিয়ে উন্মোচিত হয়েছে মটোরোলার জি সিরিজের নতুন স্মার্টফোন। থাকছে ফাস্ট চার্জিং সুবিধাও। খবর এনডিটিভি।
মটো জি৮ প্লাস মডেলের এই স্মার্টফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে ১৬ মেগাপিক্সেল অ্যাকশন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে কোয়াড পিক্সেল প্রযুক্তি। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। এছাড়া থাকছে ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট ডিসপ্লে।
ফোনের ভিতরে থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ১৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। এছাড়া থাকছে ফোরজি এলটিই, ব্লুটুথ ভি৫.০, ওয়াইফাই, ৩.৫ মিমি অডিও জ্যাক।