সম্প্রতি জামদানিসহ দেশীয় তাঁতের পোশাকের ব্যাপক প্রচারণা নজর কেড়েছে। বিশেষ করে জামদানির প্রচারণায় ফেসবুক গ্রুপ উই বিশেষভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে কথা বলেছেন সার্চ ইংলিশ-এর প্রতিষ্ঠাতা ও ই-ক্যাব সাবেক সভাপতি এবং উই-এর উপদেষ্টা রাজীব আহমেদ। টেকজুম আড্ডায় তার সঙ্গে ছিলেন উই গ্রুপে সদস্য এবং একজন সফল নারী উদ্যক্তা কাকলি রাসেল তালুকদার।
রাজীব আহমেদ বলেন, উইয়ের কারনে এখন ফেসবুকে অনেক পেজ আর গ্রুপে জামদানীসহ দেশীয় তাঁতের পোশাক তুলে ধরার ব্যাপক প্রচারনা দেখতে পারছি বলে অনেকেই জানিয়েছেন আমাকে। ফেসবুকের স্পন্সরড এড বা বিজ্ঞাপনেও দেশি কাপড়ের আধিক্য আমি নিজেই দেখতে পাচ্ছি। আমরা ট্রেন্ড বদলাতে শুরু করতে পেরেছি। এ নিয়ে আমার মনে কোন সন্দেহ নেই।
রাজীব আহমেদ আরও বলেন, দেশের ই-কমার্স সেক্টরের বর্তমান-ভবিষ্যৎ ও আগামীর সম্ভাবনা প্রসঙ্গ এবং অনলাইনে দেশী পণ্যের ট্রেন্ড চালু করতে চাই যাতে করে সবাই ব্যবহারে আগ্রহী হয়ে উঠে। দেশি পন্যের সেল বাড়ানো আমার উদ্দেশ্য না। আমি চাই দেশি পণ্য মানুষের মাথার ভেতরে ঢুকানো।
https://www.facebook.com/Techzoom.TV/videos/659102391282377/