এমআই নোট ১০ উন্মোচন এখন শুধুই সময়ের অপেক্ষা। সম্প্রতি এই ফোনের প্রথম টিজার প্রকাশ করেছে শাওমি। এছাড়াও সামনে এসেছে এমআই সিসি৯ প্রো ফোনের টিজার। এই দুই ফোনের পিছনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এমআই নোট ১০ ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা। এই প্রথম বিশ্বব্যাপী কোন স্মার্টফোনের পিছনে পেন্টা ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে। চিনের মধ্যে এমআই সিসি৯ প্রো নামে উন্মোচন হলেও চিনের বাইরে এমআই নোট ১০ নামে উন্মোচন হতে পারে এই ফোন। একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এম১৯১০এফ৪ই মডেল নম্বরে উন্মোচন হতে পারে এই স্মার্টফোন।
অফিশিয়াল টিজারে শাওমি জানিয়েছে এমআই নোট ১০ বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল সেন্সরের পেন্টা ক্যামেরার স্মার্টফোন। যদিও কমে এমআই নোট ১০ উন্মোচন হবে জানায়নি শাওমি। যদিও এমআই সিসি৯ প্রো আর এমআই নোট ১০ একই ফোন হয় তবে ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে। এমআই নোট ১০ আর এমআই সিসি৯ প্রো ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে ২০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি টেলিফটো ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি ১২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। টেলিফটো লেন্সে ১০এক্স অপটিকাল জুম আর ৫০এক্স হাইব্রিড জুম করা যাবে।
৫ নভেম্বর চীনে উন্মোচন হবে এমআই সিসি৯ প্রো। একই সময়ে বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হতে পারে এমআই নোট ১০। একই সাথে উন্মোচন হতে পারে এমআই নোট ১০ প্রো। যদিও সেই ফোন সম্পর্কে কোন তথ্য এখনও সামনে আসেনি।