চীনা স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে এর উপর দিয়ে কিছুমাস আগে যে ঝড় গেছে সে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। দেশবাসীর সুরক্ষার জন্য আমেরিকায় ব্যান হওয়ার পর ব্যবসা টিকিয়ে রাখাই দায় হয়েছিল বিশ্বের দ্বিতীয় এই স্মার্টফোন কোম্পানির। কারণ গুগল সহ আরও অনেক টেক কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা করতে অস্বীকার করেছিল। তবে হুয়াওয়ে এর জনপ্রিয়তা যে একটুও কমেনি, তা আজকের রিপোর্টে প্রমান।
আজ চীনে হুয়াওয়ে মেট ৩০ ৫জি এবং মেট ৩০ প্রো ৫জি এর প্রথম সেল অনুষ্ঠিত হয়েছিল। আর এই সেলে মাত্র এক মিনিটে ১ লাখ হুয়াওয়ে মেট ৩০ ৫জি সিরিজ বিক্রি হয়েছে। এই দুটি ফোনকে ভারতেও লঞ্চ করা হবে বলে জানা গেছে।
হুয়াওয়ে মেট ৩০ প্রো
হুয়াওয়ে মেট ৩০ প্রো ফোনটি ৬.৫৩ ইঞ্চি হরাইজন ডিসপ্লের সাথে এসেছে। OLED স্ক্রিনটির আসপেক্ট রেশিও ১৮.৪:৯ এবং রেজুলেশন ১১৭৬ x ২৪০০ পিক্সেল। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনে একোস্টিক ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার থেকে হাই কোয়ালিটি অডিও পাওয়া যাবে। হুয়াওয়ে মেট ৩০ প্রো এর সুরক্ষার জন্য পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও থ্রীডি ফেস আনলক ফিচার।
ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ৪০ মেগাপিক্সেল সিনে সেন্সর, সেকেন্ডারি ক্যামেরা হলো ৪০ মেগাপিক্সেল সুপারসেন্সিং সেন্সর। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর ও থ্রীডি ডেপ্থ সেন্সিং সেন্সর। এফ/১.৫৪ অ্যাপারচারের প্রাইমারি ক্যামেরার সাহায্যে 4K/ 60fps এবং স্লো মোশন ভিডিও রেকর্ড করা যায়।
আবার লো লাইট ফটোগ্রাফিতে সাহায্য করবে এফ/১.৫৭ অ্যাপারচারের সেকেন্ডারি সেন্সর। এদিকে টেলিফোটো সেন্সর আপনাকে ৩এক্স অপটিক্যাল জুম, ৫এক্স হাইব্রিড জুম ও ৩০এক্স ডিজিটাল জুম অফার করে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের সামনে আছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ৪০ ওয়াট ওয়্যার্ড ও ২৭ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জের সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে। এই ফোনে রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
হুয়াওয়ে মেট ৩০ প্রো
অন্যদিকে হুয়াওয়ে মেট ৩০ ফোনে ৬.৬২ ইঞ্চি OLED স্ক্রিন আছে, যার রেজুলেশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল ও আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এই ফোনে ৪০ ওয়াট ওয়্যার্ড ও ২৭ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জের সাথে ৪,২০০ এমএএইচ ব্যাটারি আছে। এই ফোনেও রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
হুয়াওয়ে মেট ৩০ প্রো এর মতো এই ফোনেও পাবেন ৭এনএম হাইসিলিকন কিরিন ৯৯০ প্রসেসর। ক্যামেরার কথা বললে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪০ মেগাপিক্সেল সুপারসেন্সিং সেন্সর। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর ও ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। সেলফির জন্য এই ফোনের সামনে পাবেন ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরায় ৩০ প্রো এর মতো ফিচার আছে।