দেশীয় পন্যের প্রচারণা ব্যাপকভাবে সাড়া ফেলেছে উই গ্রুপ মন্তব্য করে রাজীব আহমেদ বলেন, দেশি পণ্য নিয়ে ই-কমার্সে কাজ করেন তাদের জন্য উই গ্রুপ দুর্গ হবে। তিনি আরও বলেন দেশি পণ্য নিয়ে অনলাইনে কাজ করেন তাদের জন্য উই গ্রুপ সব থেকে ভালো জায়গা।
সম্প্রতি দেশীয় তাঁতের পোশাকের ব্যাপক প্রচারণা ব্যাপকভাবে শুরু হয়েছে। বিশেষ করে ফেসবুক গ্রুপ উই এর জামদানি প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। এ বিষয়ে কথা বলেছেন উই-এর উপদেষ্টা, সার্চ ইংলিশ-এর প্রতিষ্ঠাতা ও ই-ক্যাব সাবেক সভাপতি রাজীব আহমেদ। টেকজুম আড্ডায় তার সঙ্গে ছিলেন উই গ্রুপে সদস্য এবং একজন সফল নারী উদ্যক্তা তানজিলা অমি ।
রাজীব আহমেদ বলেন, দেশি পণ্যকে যত বেশি পরিচিত করাবেন দীর্ঘ মেয়াদে তত বেশি তা মানুষের মাথায় ঢুকবে এবং তত বেশি বিক্রি হবে, বিক্রি বাড়বে । কোন পণ্য মানুষকে পরিচিত একবার করাতে পারলে তা বিক্রি করা অনেক সহজ হয়।
তিনি আরও বলেন, ই-কমার্সে দেশি পণ্য নিয়ে উই যেভাবে কাজ করছে তাতে আমি আনন্দিত। উইয়ের কিছু নেই কিন্তু আমরা কিছু মানুষ আছি যারা কিছু করতে চাই।
সম্পূর্ণ ভিডিওটি আজ সন্ধ্যা ৭ টায় প্রচার হবে