ফিনল্যান্ডভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা নকিয়া বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে ৪৯টি ফাইভজি নেটওয়ার্ক চুক্তি বাগিয়ে নেয়ার দাবি জানিয়েছে। এসব চুক্তির আওতায় গ্রাহকদের ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহ, অবকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সেবা দেবে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
এখন বিশ্বব্যাপী ১৬টি প্রতিষ্ঠানকে ফাইভজি নেটওয়ার্ক সেবা দিচ্ছে নকিয়া। প্যাসিফিক অঞ্চলে ডোকোমো নকিয়ার সবচেয়ে বৃহৎ গ্রাহক। এরই মধ্যে প্রতিষ্ঠানটি পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু করেছে। এতে নেটওয়ার্ক সরঞ্জাম থেকে প্রযুক্তিগত সেবা দিচ্ছে নকিয়া।
এ বিষয়ে নকিয়া জাপানের প্রধান জন হ্যারিংটন বলেন, ডোকোমো ছাড়াও আরো অর্ধশত প্রতিষ্ঠানের সঙ্গে আমরা অংশীদারিত্ব বাড়িয়েছি।