যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) একটি আদেশ বাতিল করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। গত ২২ নভেম্বর পাস হওয়া ওই আদেশের বৈধতা নিয়ে এফসিসির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করেছে প্রতিষ্ঠানটি। আদেশটিতে যুক্তরাষ্ট্রের গ্রামীণ অঞ্চলে ক্যারিয়ার নেটওয়ার্ক সরবরাহকারীদের প্রতি ইউনিভার্সেল সার্ভিস ফান্ড (ইউএসএফ) থেকে হুয়াওয়ের সরঞ্জাম কেনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্স।
হুয়াওয়ে কর্তৃপক্ষের দাবি, হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন সংবিধান, প্রশাসনিক কার্যবিধি আইন কিংবা অন্যান্য আইন লঙ্ঘনের অকাট্য কোনো প্রমাণ হাজির করতে পারেনি এফসিসি।
এক সংবাদ সম্মেলনে হুয়াওয়ের প্রধান আইন কর্মকর্তা ড. সং লিউপিং বলেন, হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন দাবির পক্ষে এফসিসির চেয়ারম্যান অজিত পাই এবং অন্যান্য কমিশনার, কেউই কোনো ধরনের প্রমাণ হাজির করতে পারেনি। কেবল চীনা প্রতিষ্ঠান বলেই হুয়াওয়ের মতো একটি কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করে সাইবার নিরাপত্তা ঝুঁকির সমাধান পাওয়া যাবে না।