ফেসবুকের ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি লিবরা নিয়ে বিশ্বব্যাপী তুমুল আলোচনা-সমালোচনা চলছে। এর পরও আগামী বছর লিবরা বাজারে ছাড়ার ব্যাপারে বেশ কয়েকবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ফেসবুক। তবে নতুন বছর শুরুর প্রাক্কালে লিবরা অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের একজন সদস্য জানিয়েছেন, ২০২০ সালে লিবরা বাজারে ছাড়ার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে পারেনি ফেসবুক। খবর রয়টার্স ও বিবিসি।
জেনেভাভিত্তিক লিবরা অ্যাসোসিয়েশনের পর্ষদ সদস্য প্যাট্রিক এলিস বলেন, ফেসবুকের পক্ষ থেকে ২০২০ সালের জুনের শেষ নাগাদ লিবরা বাজারে ছাড়ার ঘোষণা দেয়া থাকলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হয়নি। তাই আমরা এখনই বলতে পারছি না যে ক্রিপ্টোকারেন্সিটি কবে নাগাদ চালু হবে। নির্ধারিত সময়ে চালু করতে দ্রুত এ বিষয়ে পরিকল্পনা ও কৌশল প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এ বিষয়ে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি।