মটো রেজর ফোল্ডকে নকল করছে স্যামসাং!। দক্ষিণ কোরিয় ইলেক্ট্রনিক্স কোম্পানির দ্বিতীয় ভাঁজযোগ্য ফোনটির এমনই একটি ছবি ফাঁস করেছে চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো।
ফাঁস হওয়া ছবি অনুযায়ী, নতুন ফোল্ডেবল স্মার্টফোনের স্পর্শ পর্দা উপর-নিচে ভাঁজ করলে তা ছোট একটি ফোন হয়ে যায় এবং তা সহজেই পকেটে নেওয়া সম্ভব। এছাড়াও স্ক্রিনে সেন্টার মাউন্টড পাঞ্চ-হোল কাটআউট, একটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং বাইরের দিকে একটি ছোট ডিসপ্লে রয়েছে। পাশাপাশি স্যামসাংয়ের বিভিন্ন অ্যাপ আইকন থাকার পাশাপাশি ডিভাইসটিতে একটি মাইক্রোসফট ফোল্ডার থাকছে।
এদিকে স্যামসাং এর দ্বিতীয় ফোল্ডেবল ফোনটিতে থাকছে একটি ইউএসবি সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটির চারপাশে ঘন বেজেল থাকলেও কোনো হেডফোন জ্যাক নেই।
আগামী বছর ফেব্রুয়ারিতে ফোনটি বাজারে আসতে পারে।