গত বছর পোকোফোন ফ্ল্যাগশিপের আওতায় নতুন স্মার্টফোন বাজারে এনেছিল চীনা টেলিকম জায়ান্ট শাওমি। পোকো এফ১ নামের এ স্মার্টফোন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এর পর থেকেই পোকোফোনের পরের সংস্করণ নিয়ে অপেক্ষায় ছিলেন গ্রাহকরা। অবশেষে তাদের অপেক্ষার পালা ঘুচছে। আগামী বছরই বাজারে আসছে পোকোফোনের হালনাগাদ সংস্করণ। পোকো এফ২ নামের এ স্মার্টফোন অল্প সময়ের মধ্যে গ্রাহকদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে বলে মনে করছে শাওমি।
তবে ২০২০ সালের কবে নাগাদ পোকো এফ২ আলোর মুখ দেখবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পোকোফোন প্রধান অ্যালভিন শে। তিনি শুধু বলেছেন, ২০২০ সালে স্মার্টফোন বাজারে রাজত্ব করতে আসছে পোকোফোন এফ২।
এর আগে নতুন স্মার্টফোনটির কিছু ফিচার ফাঁস হয়ে গেছে। এরই মধ্যে জানা গেছে, পোকো এফ২ স্মার্টফোনে থাকছে পপআপ সেলফি ক্যামেরা। আরো থাকছে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ছবিপ্রেমীদের জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা।
২০১৮ সালে অবিশ্বাস্য কম দামে ফ্ল্যাগশিপ চিপসেটসহ বাজারে এসেছিল পোকো এফ১। ডুয়াল সিম সমর্থনযোগ্য স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। আরো রয়েছে ৬ ও ৮ গিগাবাইটের র্যাম এবং ৬৪, ১২৮ ও ২৫৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরি।