স্মার্টফোনের বাজারে গত ১২ মাসে কোন ফোনগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল তা নিশ্চয় অনেকেরই জানার ইচ্ছা রয়েছে।
জনপ্রিয় ২০টি ফোনের তালিকার দিকে তাকালে এটি স্পষ্ট হয় যে, স্যামসাং কেন স্মার্টফোন বাজারের নেতা। জনপ্রিয় ২০টি ফোনের মধ্যে স্যামসাংয়ের দখল ৫৫ শতাংশ, অর্থাৎ ১১টি ফোন স্যামসাংয়ের। এর মধ্যে গ্যালাক্সি এ সিরিজেরই রয়েছে ৬টি ফোন, যা প্রমাণ করে- ২০১৯ সালে স্যামসাং তাদের মিডরেঞ্জ ফোনের লাইনআপটিকে নতুন রূপে হাজির করে সঠিক পদক্ষেপ নিয়েছিল। গ্যালাক্সি এম সিরিজের কয়েকটি ফোনও এ বছর জনপ্রিয় হয়েছিল।
এ বছরের সবচেয়ে জনপ্রিয় ২০ স্মার্টফোনের র্যাংকিং:
১. স্যামসাং গ্যালাক্সি এ৫০
২. শাওমি রেডমি নোট ৭
৩. স্যামসাং গ্যালাক্সি এ৭০
৪. স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস
৫. শাওমি রেডমি নোট ৭ প্রো
৬. স্যামসাং গ্যালাক্সি এম২০
৭. স্যামসাং গ্যালাক্সি এ৩০
৮. স্যামসাং গ্যালাক্সি এস১০
৯. হুয়াওয়ে পি৩০ প্রো
১০. স্যামসাং গ্যালাক্সি এম৩০
১১. শাওমি মি ৯
১২. হুয়াওয়ে পি৩০ লাইট
১৩. নকিয়া ৯ পিওরভিউ
১৪. শাওমি রেডমি নোট ৮ প্রো
১৫. স্যামসাং গ্যালাক্সি এ৮০
১৬. স্যামসাং গ্যালাক্সি এ২০
১৭. স্যামসাং গ্যালাক্সি এ১০
১৮. শাওমি রেডমি ৭
১৯. স্যামসাং গ্যালাক্সি এস১০ই
২০. ওয়ানপ্লাস ৭ প্রো