বর্তমানে ফোল্ডেবল ফোনের প্রতি নজর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। গ্যালাক্সি ফোল্ড, হুয়াওয়ে মেট এক্স, রয়োল ফ্লেক্সপাই এবং কিছু প্রোটোটাইম এবং কনসেপ্ট ডিভাইসের সাথে টেক্কা দিতে মটোরোলা বাজারে আনছে তাদের প্রথম ফোল্ডেবল ফ্লিপ ফোন। খবর সিনেট।
আগামী ৬ ফেব্রুয়ারি বাজারে আসবে মটোরোলা রেজর। এর স্লিম শ্যাটো এবং ন্যারো ফ্রেমসহ অসাধারণ ডিজাইনের কারণে ইতিমধ্যেই নজর কেড়েছে ফোনটি।
আগামী ১১ ফেব্রুয়ারি স্যামসাং তাদের বহুল প্রত্যাশিত ফোল্ডেবল ফ্লিপ ফোনের ঘোষণা দিতে পারে। তার আগেই বাজার মাতাতে মটোরোলা জোরোসোরেই এবং আগেভাগে ফোনটিকে বাজারে আনতে কাজ করছে।
যদিও ২০১৯ এর শেষের দিকেই ফোনটি বাজারে আনতে চেয়েছিলো তারা। তবে কয়েকবার তারিখ পিছিয়ে গত ২৬ ডিসেম্বর ফোনটির প্রি-অর্ডার শুরু করে প্রতিষ্ঠানটি।