২০১৯ সালে শেষ প্রান্তিকে অ্যাপল তাদের আইফোন বিক্রিতে ভালো ফলাফল দেখিয়েছে। এতো সফলতার পরেও এখনও অনেক অ্যাপল ব্যবহারকারী হোম বাটনসহ ছোট আকারের ফোন ব্যবহার করতে পছন্দ করে। সেদিকেও নজর রেখেছে কোম্পানিটি।
শোনা যাচ্ছে, প্রায় বছরখানেক ধরে উল্লেখজনকভাবে বিক্রি হওয়া আইফোন এসই এর পরবর্তী সংস্করণ আনছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, আইফোন ৬, ৭ এবং ৮ এর ডিজাইনকে সামনে রেখেই আসবে আইফোন ৯ মডেলের নতুন এই ফোনটি।
নতুন এই ফোন তৈরির সাথে সম্পৃক্তদের বরাত দিয়ে জিএসএম এরিনা জানিয়েছে, ইতিমধ্যেই আইফোন এসই ২ পরীক্ষামূলকভাবে তৈরি শুরু হয়েছে। সূত্র আরও জানিয়েছে, নতুন এই ডিভাইসকে আইফোন ৯ নামে অভিহিত করা হবে। আগামী মার্চের যেকোনো সময়ে ফোনটি উন্মোচন করা হতে পারে।
ইন্ডাস্ট্রি সাপ্লাই চেইনের মতে, এই ফোনের মোট অর্ডারের পরিমান ৩০ মিলিয়ন ইউনিট ছাড়িয়ে যেতে পারে। এমাসের মাঝামাঝি সময়েই অ্যাপল আইফোন ৯ এর বৃহৎ পরিমানে উৎপাদন শুরু করতে পারে।