তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট বা প্রযুক্তির কাছে আত্মসমর্পন না করে সেটিকে নিজেদের প্রয়োজনে ভালো কাজে লাগাতে হবে।’
মঙ্গলবার আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগ এবং ইউনিসেফ আয়োজিত নিরাপদ ইন্টারনেট দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইন্টারনেট একটি বায়ুমণ্ডলের মতো। এখানে কেউ কনটেন্ট দিচ্ছি, কেউবা নিচ্ছি। তাই এখানে কোনো কন্টেন দেয়ার আগে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সাবধান হতে হবে।’
পলক বলেন, ‘আমরা যখন ইন্টারনেটে কিছু খুঁজি বা দেখি- কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গুগল সেই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসে। আর তাই ইন্টারনেটে ক্ষতিকর, অপ্রীতিকর বিষয় যেন অ্যাভেইলেবেল না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। শিশুরাও যেন অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং একইসাথে পরিস্থিতি মোকাবেলার মতো সক্ষমতা অর্জন করতে হবে।’
এছাড়াও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তার প্রোফাইল যাচাই করা, কোনো কিছু পোস্ট করার আগে সতর্ক থাকাসহ সাতটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
এসময় ফেসবুক মধ্য এশিয়া প্রোগ্রাম প্রধান শেলি ঠাকরাল, পুলিশের অতিরিক্ত কমিশনার এবং বর্তমান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলাম, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টু মহাজন বক্তব্য রাখেন।