বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের মোবাইল ডিভাইস ফ্যাক্টরিতে এক কর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পুরো কারখানাটি।
শনিবার স্যামসাং ইলেকট্রনিকসের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার গুমিতে একটি কারখানায় এক কর্মীর করোনাভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্যামসাং কর্তৃপক্ষ পুরো কারখানাটি বন্ধ করে দিয়েছে। সোমবার সকাল পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তি যেখানে কাজ করতেন তা ২৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বন্ধ থাকবে। ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নিজস্ব কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে। এ ছাড়া সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায় পরীক্ষা করতে বলা হয়েছে।
স্যামসাং জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যে কারখানা বন্ধ রাখতে হচ্ছে তাতে উৎপাদন ব্যাহত হবে খুব সামান্য। এখানে স্থানীয় বাজারের জন্য হাই-অ্যান্ড ফোন তৈরি হয়। স্যামসাং সাধারণত তাদের অধিকাংশ ফোন ভারত ও ভিয়েতনামে তৈরি করে থাকে।
দক্ষিণ কোরিয়ার করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া দিয়েগু অঞ্চলের খুব কাছেই গুমি শহরটি। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।