দূষণ বিধি মেনে নতুন মোটরসাইকেল আনছে রয়্যাল এনফিল্ড। নাম রাখা হয়েছে রয়েল এনফিল্ড বুলেট ৩৫০।
নতুন মোটরসাইকেলে রয়েছে একট ৩৪৬ সিসি বিএস৬ ইঞ্জিন। বিএস৪ ভেরিয়েন্টে এই মোটরসাইকেলে ১৯.৮ বিএইচপি শক্তি ও ২৮ Nm টর্ক পাওয়া যেত। বিএস৬ ভার্সানে এই ইঞ্জিনের শক্তি সামান্য কমতে পারে। সঙ্গে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।
রয়েল এনফিল্ড বুলেট ৩৫০বিএস৬ -এর সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক। পিছনে রয়েছে ডুয়াল শক অ্যাবজর্বার। সামনের চাকার ২৮০ মিমি ডিস্ক ব্রেকের সঙ্গেই রয়েছে দুই পিস্টন ব্রেক ক্যালিপার। পিছনের চাকায় থাকছে ১৫৩ মিমি ড্রাম ব্রেক। এই মোটরসাইকেলে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করেছে রয়েল এনফিল্ড।