এইচএমডি গ্লোবাল নতুন ফোন আনার ঘোষণা দিল। এক টুইটার পোস্টে নকিয়া জানিয়েছে, আর মাত্র কয়েকটা দিন পরেই এমএমডি গ্লোবাল লন্ডনে তাদের নতুন স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে। তকে তার আগেই নোকিয়াপাওয়ারইউজার নোকিয়া ৫.১ এর পরবর্তী ফোনের তথ্য ফাঁস করে দিয়েছে।
ফোনটির নাম সম্পর্কে জটিলতা দূর করতে নোকিয়া ৫.২ এর পরিবর্তে ৫.৩ নামকরণ করা হয়েছে। আগামী ১৯ মার্চের পরেই এটি বাজারে পাওয়া যাবে। দাম নির্ধারণ করা হয়েছে ১৮০ ডলার এর কাছাকাছি।
ফোনটিতে থাকবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, যাতে থাকছে থিন সাইড বেজেলস এবং ওয়াটারড্রপ স্টাইল নচ। প্যানেলের মধ্যেই থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি সেন্সর।
ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। সেখানে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার, দুইটি ৮ মেগাপিক্সেলের স্ন্যাপার এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে।
ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট। থাকবে ৩ জিবি, ৪ জিবি ও ৬ জিবি র্যামের ভিন্ন সংস্করণ ও মেমরি। ব্যাকআপের জন্য থাকবে ৪০০০ এমএএইচ ব্যাটারি, ফার্স্ট চার্জিং সুবিধা।