হোয়াটসঅ্যাপ তাদের বিটা ব্যবহারকারীদের জন্য চালু করলো সেল্ফ-ডেস্ট্রাকটিং মেসেজ ফিচার। এই ফিচারে আপনারা একটি মেসেজ পাঠালে তা কিছুক্ষণের জন্য লাইভ থাকবে তারপর, নিজের সময়ের সাথে সাথে আপনা থেকে ডিলিট হয়ে যাবে।
রিড রিসিপ্ট অর্থাৎ ডবল টিকের পাশে একটি ঘড়ির আইকন দেওয়া থাকবে, যাতে বোঝা যাবে সেই মেসেজটি আপনা থেকে ডিলিট হয়ে যাবে নাকি না। এই ফিচারটি আগে দেখা গেছিল স্ন্যাপচ্যাটে।
এই ফিচারটিতে এক ঘন্টা থেকে এক বছর এই সময়ের ব্যবধানে আপনারা ব্যবহার করতে পারবেন। এখনো পর্যন্ত শুধুমাত্র বিটা স্তরেই এই ফিচারটি দেওয়া হয়েছে। তবে টেস্টিং শেষ হয়ে গেল, এই ফিচারটি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য নিয়ে আসা হবে।