প্রয়োজনীয় সেবার জন্য প্রার্থীদের অফিসে আসার পরিবর্তে অনলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। সব সেবা অনলাইনেই পাওয়া যাবে বলে বুধবার (১৮ মার্চ) বোর্ডের এক নোটিশে জানানো হয়েছে।
বিশ্বজুড়ে সংক্রামক করোনাভাইরাস মহামারি আকার নেওয়ায় সংক্রমণ রোধে বোর্ড থেকে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, যে কোনো সেবার জন্য অনলাইনে আবেদন করুন। যথাসময়ে কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন।