করোনাভাইরাস থেকে সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার। তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আইসিটির ব্যবহার সম্পর্কে আইসিটি প্রতিমন্ত্রী (ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে) সংবাদ সম্মেলনে সংযুক্ত হবেন।
শহিদুল আলম জানান, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে জুনাইদ আহমেদ পলক বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্রিফ করবেন। এসময় দেশের প্রযুক্তি বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।