২৪ মার্চ লঞ্চ হবে রেডমি কে৩০ প্রো। আপাতত চিনে এই ফোন নিয়ে আসছে শাওমি। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট থাকছে। থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। ইতিমধ্যেই নতুন ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে বেজিংয়ের কোম্পানিটি।
মঙ্গলবার চিনে লঞ্চ হবে রেডমি কে৩০ প্রো। করোনাভাইরাসের কারণে অনলাইন ইভেন্ট থেকে এই ফোন লঞ্চ করবে শাওমি। আপাতত চিনে এই ফোনে পাওয়া গেলেও ভবিষ্যতে চিনের বাইরে এই ফোন লঞ্চ করতে পারে কোম্পানি।
রেডমি কে৩০ প্রো স্পেসিফিকেশন
রেডমি কে৩০ প্রো তে ৫জি কানেক্টিভিটি থাকবে। এই ফোনে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। রেডমি কে৩০ প্রো প্রাইমারি ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল সনি MX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। রেডমি ফ্ল্যাগশিপে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। সঙ্গে থাকতে পারে ৮ জিবি র্যাম। এই ফোনে অ্যান্ড্রয়েড১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে।
রেডমি কে৩০ তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও রেডমি কে৩০ প্রো তে পপ-আপ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ভিতরে থাকবে ৪৭০০এমএএইচ ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে।