করোনাভাইরাস প্রাদুর্ভাব টুইটারে চীন এবং চীনা জনগণের প্রতি ঘৃণামূলক বক্তব্যকে ৯০০ শতাংশ বাড়িয়ে তুলেছে। একটি নতুন গবেষণায় এমন চিত্র দেখা গেছে।
অনলাইনে ঘৃণামূলক বক্তব্য জরিপ সংস্থা এল১জিএইচটি’র গবেষায় বলা হয়েছে, কুং ফ্লু, চাইনিজ ভাইরাস, কমিউনিস্ট ভাইরাস এর মতো বেশকিছু হ্যাশট্যাগ টুইটার ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
ইসরায়েলভিত্তিক প্রতিষ্ঠানটির গবেষণায় দেখে গেছে, চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ায় চীন এবং এর জনসংখ্যার পাশাপাশি বিশ্বের অন্যান্য অঞ্চলের এশীয় বংশোদ্ভূত ব্যক্তিদের দিকে ঘৃণামূলক বক্তব্যর পরিমাণ অনলাইনে মারাত্মক পরিমাণ বেড়েছে। গত কয়েকমাসে টুইটারে চীন এবং চীনা জনগণের প্রতি ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৯০০ শতাংশ।
এশিয়ানদের বিরুদ্ধে এ ধরনের বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার পেছনে কিছু গণমাধ্যমের ভূমিকা রয়েছে বলেও জানিয়েছে এল১জিএইচটি। যেমন স্কাই নিউজ অস্ট্রেলিয়া ‘চীন ইচ্ছাকৃতভাবে বিশ্বজুড়ে করোনাভাইরাসকে চাপিয়ে দিয়েছে’ এমন শিরোনামের ভিডিও প্রকাশ করেছিল।
অনেকের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কোভিড-১৯’ ভাইরাসকে বারবার ‘চীনা ভাইরাস’ হিসেবে উল্লেখ করাটাও ‘জেনোফোবিয়া’ বা ‘বিদেশি বিদ্বেষ’ সৃষ্টি হওয়ার অন্যতম কারণ।