চীনে গ্যালাক্সি এস২০, এস২০ প্লাস এবং এস২০ আল্ট্রার জন্য নতুন আপডেট এনেছে স্যামসাং। নতুন আপডেটে ক্যামেরা সমস্যার সমাধান করা হয়েছে।
আপডেটের ফলে এস২০, এস প্লাস এবং এস২০ আল্ট্রার ফোকাস, এইচডিআর উন্নত হয়েছে এবং অ্যানিমেশন রূপান্তর আরও ভালো হয়েছে।
বিষয়টি প্রথমে টুইটারে জানায় আইস ইউনিভার্স। এ প্রসঙ্গে টুইটে আইস ইউনিভার্স লিখেছে, “টিসিটি ফার্মওয়্যার আপডেট করার চারদিনের মাথায়, আবারও গ্যালাক্সি এস২০ সিরিজের টিডি১ ফার্মওয়্যার আপডেট করা হয়েছে চীনে। আরও উন্নত করা হয়েছে ফোকাস, এইচডিআর এবং অ্যানিমেশন রূপান্তর। এ ছাড়াও উন্নত করা হয়েছে আরও অনেক কিছু”।
সম্প্রতি গ্যালাক্সি এস২০-এর জন্য স্যামসাংয়ের নিয়ে আসা এক আপডেটে ক্যামেরা ও অটোফোকাস সমস্যা ঠিক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে স্যামসাং। এক্সিনস চিপ সম্বলিত গ্যালাক্সি এস২০ ফোনগুলোর জন্য আন্তর্জাতিকভাবে আপডেটটি ছাড়া হয়েছে।
এ ছাড়াও ক্যামেরার উন্নতির লক্ষ্যে ফেব্রুয়ারিতে সফটওয়্যার আপডেট এনেছিল দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।