করোনাভাইরাস মোকাবেলায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে টিকটক। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্লাটফর্ম জানিয়েছে, স্বাস্থ্যকর্মী, শিক্ষা ও সামাজিক কাজে এই অনুদান ব্যবহার হবে।
সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বড় অঙ্ক দান করেছিল গুগল, ফেসবুক, নেটফ্লিক্স, মাইক্রোসফট, অ্যামাজন এবং টুইটারের মতো টেক কোম্পানিগুলো।
এক বিবৃতিতে টিকটক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অ্যালেক্স ঝু জানিয়েছেন, ‘আমরা পারস্পরিক সমর্থন এবং প্রদানের যে গ্লোবাল আউটপোয়ারিংয়ে আমাদের অংশ নেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ।’
‘আমাদের কমিউনিটির দিকে নজর রেখে এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য এটিকে নূতন ত্রাণ হিসাবে অনুবাদ করতে চাই।’বলেন তিনি।
টিকটক জানিয়েছে শুধুমাত্র স্বাস্থ্য কর্মীদের সাহায্যের ১৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। ভারত, ইন্দোনেশিয়া, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় এই অনুদান পৌঁছে যাবে।