গোটা বিশ্ব যখন করোনাভাইরাস যুদ্ধে ব্যস্ত তখন ধীরে ধীরে ছন্দে ফিরছে চীন। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতেই বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ শুরু হয়েছে। সম্প্রতি লঞ্চ হয়েছে শাওমির নতুন ওয়্যারলেস ইয়ারফোন রেডমি এয়ারডটস এস। রেডমি ব্র্যান্ডের অধীনে এটা কোম্পানির দ্বিতীয় ওয়্যারলেস ইয়ারফোন।
চীনে রেডমি এয়ারডটস এস-এর দাম ১০০ ইয়েন। ইতিমধ্যেই চীনের বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে এই প্রোডাক্ট বিক্রি শুরু হয়েছে।
কালো রঙে পাওয়া যাবে ডিভাইসটি। এতে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি রয়েছে। রয়েছে ৭.২ মিমি ড্রাইভার। আইপিএক্স ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট এই ওয়্যারলেস ইয়ারফোনের ওজন ৪.১ গ্রাম।
কোম্পানির দাবি এক চার্জে চার ঘণ্টা চলবে এই ওয়্যারলেস ইয়ারফোন। ইয়ারফোনের কেস একবার চার্জ করলে ১২ ঘণ্টা গান শোনা যাবে। গেমিংয়ের জন্য থাকছে লো-লেটেন্সি মোড।
এর সঙ্গেই থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। ইয়ারফোনের ভিতরে রয়েছে রিয়েলটেকের চিপ।