নভেল করোনাভাইরাসের প্রভাবে চলতি বছর ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের চাহিদা ১১ দশমিক ১ শতাংশ কমে ৩২০ কোটি ইউনিটে নেমে আসতে পারে। লন্ডনভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ওমডিয়া এমনটাই আশঙ্কা করছে। ২০১৯ সালে এ ধরনের ডিসপ্লের চাহিদা ছিল ৩৬০ কোটি ইউনিট।
আধুনিক যুগে এলইডি বা এলসিডি টিভি থেকে শুরু করে স্মার্টফোন বা কম্পিউটারের মনিটর—প্রায় সব ক্ষেত্রেই ক্যাথড-রে টিউবের (সিআরটি) পরিবর্তে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হয়। ওমডিয়া ধারণা করছে, চলতি বছর এলসিডি টিভি ও স্মার্টফোনে ব্যবহূত ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের চাহিদা কমতে পারে যথাক্রমে ৯ দশমিক ৫ ও ১০ শতাংশ হারে। এছাড়া ডেক্সটপ কম্পিউটারের মনিটর, নোটবুক ও ট্যাবলেটের ক্ষেত্রে চাহিদা কমতে পারে যথাক্রমে ১ দশমিক ৯, ৫ দশমিক ৮ ও ৯ দশমিক ৬ শতাংশ। তবে এ সময়ে ওএলইডি টিভিতে ব্যবহূত ডিসপ্লের চাহিদা ৩৫ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে।
ওমডিয়া বলছে, করোনার প্রভাব কমলে ২০২১ সালে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের বাজার আবার চাঙ্গা হতে পারে। সে বছর এ ধরনের ডিসপ্লের চাহিদা ৯ দশমিক ১ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করছে তারা।