আগামী বছরের প্রথম প্রান্তিকে তৃতীয় প্রজন্মের এয়ারপডস আনার লক্ষ্যে এ বছরের শেষে বড় পরিসরে উৎপাদন কাজ শুরু করবে অ্যাপল – সম্প্রিতি এমন দাবি করেছেন অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো।
কুয়ো আরও জানিয়েছেন, এয়ারপড সামনেরে বছর এলেও দ্বিতীয় প্রজন্মের এয়ারপডস প্রো আসতে আরও সময় লাগবে। আগামী বছরের শেষে উৎপাদনে হাত দেবে অ্যাপল। ফলে দ্বিতীয় প্রজন্মের এয়ারপডস প্রো আসার কথা ২০২২ সালের প্রথম প্রান্তিকে। — খবর অ্যাপল ইনসাইডারের।
এ বছরের শেষ নাগাদ নয় কোটি সেট এয়ারপডস তৈরি করতে পারে অ্যাপল। ফলাফল হিসেবে এয়ারপডস আসবে পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি ইউনিট। আর এয়ারপডস প্রো আসবে সাড়ে তিন কোটি থেকে চার কোটি ইউনিট। – অনুমান করছেন কুয়ো।
তবে, এ বিষয়ে এখন কিছু জানায়নি মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
নতুন এয়ারপডসে এয়ারপডস প্রো-এর অনেক ফিচারের দেখা মিলবে। তবে, দামের দিক থেকে এয়ারপডস প্রো-এর তুলনায় সাশ্রয়ী হবে তৃতীয় প্রজন্মের এয়ারপডস।
গুজব ছড়িযেছে, এয়ারপডস প্রো-এর নকশাতেই আসবে নতুন এয়ারপডস। তবে, এয়াপডস প্রো’র নয়েজ ক্যান্সেলিং ফিচার থাকবে না এয়ারপডসে।
সাধারণত বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে হেডফোন আনার ঘোষণা দেয় অ্যাপল। এ বছর করোনাভাইরাস প্রেক্ষাপটে জুনে অনুষ্ঠিতব্য ওই আয়োজন বাতিল করেছে প্রতিষ্ঠানটি। ভার্চুয়াল আযোজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটির। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন ওই অ্যাকসেসোরির দাম ধরা হবে ৩৫০ ডলার।