মিডরেঞ্জ সেগমেন্টে আরও একটা নতুন ফোন নিয়ে এল শাওমি। বৃহস্পতিবার বাজারে এসেছে মি নোট ১০ লাইট। মি নোট ১০ লাইট এ রয়েছে থ্রি-ডি কার্ভড এমোলেড ডিসপ্লে। থাকছে স্ন্যাপড্রাগন ৭৩০ জি চিপসেট, চারটি ক্যামেরা ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং। তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে।
মি নোট ১০ লাইট এ দেওয়া অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে ৬.৪৭ ইঞ্চি FHD+থ্রি কার্ভড এমোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০G চিপসেট, ৮জিবি পর্যন্ত র্যাম আর ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ।
মি নোট ১০ লাইট এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।