ইনস্ট্যান্ট মেসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা ভাইবার ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা জোরদারে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার এনেছে। এ ফিচারের মাধ্যমে বার্তা প্রাপক প্রেরকের বার্তা দেখার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। খবর দ্য ভার্জ।
ভাইবারে এর আগে শুধু সিক্রেট চ্যাট অপশনে এ সুবিধা ছিল। এখন ব্যবহারকারীরা টেক্সট, ছবি, ভিডিও কিংবা অন্যান্য ফাইল পাঠানোর ক্ষেত্রে সেকেন্ড, মিনিট, ঘণ্টা এমনকি দিনের সময়সীমাও নির্ধারণ করতে পারবেন। যেকোনো ‘ওয়ান-অন-ওয়ান’ চ্যাট করার ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস সুবিধা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মেসেজিং অ্যাপ হওয়ার পথে ভাইবারকে এগিয়ে নিয়েছে।
ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস ফিচারটি ব্যবহার করতে হলে একজন ব্যবহারকারীকে প্রথমে চ্যাটের নিচে থাকা ‘ক্লক’ আইকনে ট্যাপ করতে হবে এবং তারপর বার্তা মুছে ফেলার সময়সীমা নির্বাচিত করতে হবে। তারপর টেক্সট লিখে প্রাপকের কাছে বার্তা পাঠাতে হবে।
টানা কয়েক বছর গ্রাহকদের ডাটা সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে ভাইবার। গ্রাহকদের নিরাপত্তার জন্য মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সর্বপ্রথম ২০১৫ সালে সব চ্যাট অপশনে ‘ডিলিট মেসেজ’ ফিচারটি চালু করে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে নিয়ে আসে ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং ২০১৭ সালে চালু করে হিডেন ও সিক্রেট চ্যাট ফিচার। ব্যবহারকারীদের নিরাপত্তাবিষয়ক চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে নিয়মিত চ্যাটে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস ফিচারটি চালু করার ঘোষণা দিয়েছে ভাইবার।