তিন দিন ব্যাকআপসহ বাজারে আসছে মটো জি ফাস্ট ফোন। জি সিরিজের এই ফোন এক চার্জে তিন দিন চলবে। এজন্য ফোনে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
মটোরোলার এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট। সঙ্গে থাকবে ৩ জিবি র্যাম। ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। থাকবে একটি ম্যাক্রো ক্যামেরা ও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দিয়েছে সংস্থাটি।
ফোনের ডান দিকে থাকছে ভলিউম ও পাওয়ার বাটন। ডিসপ্লের চারপাশে তুলনামূলক চওড়া বেজেল থাকবে। কোম্পানির দাবি এক চার্জে তিন দিন চলবে ফোনটি। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কোম্পানির লোগো থাকছে।
মার্কিন মুল্লুকে ২২০ ডলারে এই ফোন লঞ্চ হতে পারে। ৩ জিবি, ৪ জিবি ও ৬ জিবি র্যামে ফোনটি পাওয়া যাবে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন লঞ্চ করতে পারে মটোরোলা।