আইফোনপ্রেমীরা নতুন আইফোনের অপেক্ষায়। কিন্তু কবে আসবে সেই নতুন ডিভাইস? নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, এ বছরে অ্যাপল প্রেমীদের অপেক্ষার প্রহর কিছুটা দীর্ঘ হবে। কোয়েন ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোন ১২ সিরিজ ২ মাস দেরিতে আসতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর কুপারটিনোভিত্তিক কোম্পানিটি আইফোন সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে বাজারে আনবে। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিই এর কারণ। আইফোনের উৎপাদন ও উন্মুক্ত করার তারিখ দুটি বিষয়ই কোভিড-১৯ এর কারণে পিছিয়েছে।
প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে সাড়ে তিন কোটি ইউনিট আইফোন উৎপাদনে গেছে অ্যাপল, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ কম।
এ বছর আইফোনের চারটি মডেল বাজারে আসতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিটি ডিভাইসে ৫জি নেটওয়ার্ক সমর্থন এবং ছোট নচযুক্ত ওএলইডি প্যানেল থাকবে। তিনটি ভিন্ন স্ক্রিন আকার নিয়ে এবারের আইফোন আসবে। আইফোন হতে পারে ৫.৪ ইঞ্চি, ৬.৭ ওে ৬.১ ইঞ্চি মাপের। এতে অ্যাপলের এ১৪ চিপসেট থাকবে।
৫.৪ ইঞ্চি ও ৬.১ ইঞ্চি মাপের মডেল দুটিতে ৪জিবি র্যাম থাকবে। ৬.৭ ইঞ্চি মডেলের আইফোনটিতে থাকবে ৬জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
অ্যাপল নতুন আইফোন নিয়ে আগেভাগে কোনো তথ্য প্রকাশ করে না। তাই নতুন আইফোন ঘিরে বরাবরই নতুন পূর্বাভাস ও গুঞ্জন চলতে থাকে। অনেক ক্ষেত্রে এসব গুঞ্জনের মিল পাওয়া যায়।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে অন্য মোবাইল ফোনের সঙ্গে টক্কর দিতে এবারের নতুন আইফোনের দাম কম হতে পারে বলে গুঞ্জন রয়েছে।