চীনা স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে তাদের নতুন ফোন হুয়াওয়ে পি স্মার্ট এস স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে চলতি সপ্তাহে স্থানীয় বাজারে বিক্রি ও সরবরাহ শুরু হয়েছে। বাজেট সাশ্রয়ী মিড-রেঞ্জের এ ডিভাইসটিতে রয়েছে ডিউড্রপ নচ, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, কিরিন ৭১০এফ প্রসেসর, ৪,০০০ এমএএইচ ব্যাটারি ।
হুয়াওয়ে পি স্মার্ট এস ফোনে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে আছে। যার রেজুলেশন ১০৮০x ২৪৪০ পিক্সেল। অ্যালুমিনিয়াম কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৫৭.৪×৭৩.২×৭.৮ এমএম । সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। এই ফোনে পাবেন অক্টাকোর কিরিন ৭১০এফ প্রসেসর, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
হুয়াওয়ে পি স্মার্ট এস ফোনে প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর। এছাড়াও আছে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে কাজ করে। তবে এতে গুগল প্লে স্টোরের জায়গায় হুয়াওয়ের অ্যাপ গ্যালারি আছে।
ফোনটি ১০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৪,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে ।
সূত্র: জিএসএম এরিনা