অটোমোবাইল জগতের অন্যতম কোম্পানি আসট ভক্সওয়াগেন ২০১৯ সালের শেষের দিকে ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে নিজেদের ই স্কুটার লঞ্চের কথা ঘোষণা করেছিল। এইবার কোম্পানি বার্সোলোনায় আয়োজিত স্মার্ট সিটি এক্সপো ওয়ার্ল্ড কংগ্রেস এ নিজেদের এই ই স্কুটারের কন্সেপ্ট প্রকাশ করেছে। জানা গেছে ১২৫ দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। একবার চার্জে ১২৫ কিমি চলবে। চলুন জানা যাক স্কুটার টি সম্পর্কে।
SEAT কোম্পানির প্রথম ইলেকক্ট্রিক স্কুটার, ১২৫ এ ৯ কিলওয়াটের মোটর দেওয়া হয়েছে যাকে রিয়াল হুইল এর সাথে যুক্ত করা হয়েছে। মোটরটিতে একটি ৫.৬ কেডাব্লিউএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। এটি একটি রিমুভেবল ব্যাটারি যা গাড়ি থেকে খুলে নিয়ে চার্জ দেওয়া ও সম্ভব বলে কোম্পানি জানিয়েছে। কোম্পানি দাবি অনুযায়ী, স্কুটারটিতে ফুল চার্জ দেওয়া হলে তা ১২৫ কিমি পর্যন্ত দূরত্ব সহজেই যেতে পারবে।
এছাড়া জানা গিয়েছে যে স্কুটারটির সর্বাধিক গতিবেগ ৯৫ কিমি/ঘন্টা হবে। ই স্কুটার ১২৫ এ দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, জিও ফেসিং টেক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্সোল। যার ফলে স্কুটারের লোকেশন খুব সহজে খোঁজা সম্ভব। জানা গিয়েছে যে ই স্কুটারটি লঞ্চ হবে জুলাই মাসে।