ল্যাপটপে গুগল ক্রোম ব্যবহার করলে ব্যাটারির ক্ষয় হয় দ্রুত। অসংখ্য ব্যবহারকারীর অভিযোগ, এ কারণে অনেক সময় ব্যাটারির স্থায়িত্ব নিয়ে সমস্যায় পড়তে হয়। ক্রোমের এই সমস্যা সমাধানে এগিয়ে এলো গুগল।
ডিসকাশন ফোরাম দ্য উইন্ডোজ ক্লাব জানিয়েছে, ‘এনার্জি-সেভিংস মেটা ট্যাগ’ ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে গুগল। ক্রোমে এই ফিচার যোগ হলে ফ্রেম রেট ও স্ক্রিপ্ট এক্সিকিউশনের গতি কমবে।
জানা গেছে, দীর্ঘ সময় ধরে ভিডিও কনফারেন্সের সময় বা জরুরি প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে ফিচারটি ব্যবহারের সুফল পাওয়া যাবে। যখনই ব্যাটারির চার্জ কমে আসবে তখন ক্রোম ব্রাউজারে চালু থাকা ওয়েবসাইটই ফিচারটি অন করার পরামর্শ দেবে।
এর আগে নাইন টু ফাইভ জানিয়েছে, ডাউনলোড শিডিউল করার ফিচারও যুক্ত হচ্ছে মোবাইলের ক্রোম ব্রাউজারে। এই ফিচার ব্যবহারে ডেটা ও ব্যাটারির খরচ দুটাই কমবে।