স্মার্টফোনের পাশাপাশি ৫জি গতির ইন্টারনেট সংযোগ নিতে সক্ষম এমন দুইটি মডেলের গ্যালাক্সি ট্যাব বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। মডেল দুটি হলো- গ্যালাক্সি ট্যাব এস৭ এবং গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাস।
জানা গেছে, এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে এস পেন দেখানো হয়েছে। এর মাধ্যমে স্ক্রিনে নিজের সৃষ্টিশীলতা দেখানো সম্ভব। এই ডিজিটাল কলমের মাধ্যমে বিভিন্ন উইন্ডোজ এবং প্রোগ্রামে চলে যাওয়া সম্ভব। এই ট্যাবগুলো দিয়ে ভারী কাজ এবং গেম খেলা সম্ভব।
এছাড়া, ২১ আগস্টে আমেরিকার নির্দিষ্ট কিছু বাজারে এই ট্যাব দুটো পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাস-এ রয়েছে ১২.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রেজ্যুলেশন ১৭৫২x২৮০০। অন্য মডেলে অর্থাৎ গ্যালাক্সি ট্যাব এস৭-এ থাকছে ১১ ইঞ্চি এলসিডি পর্দা। স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস মোবাইল প্লাটফর্ম। এটাই চলতি বছরের সবচেয়ে শক্তিশালী চিপসেট। এর স্পিকার ডলবি অ্যাটমোস সারাউন্ড সাউন্ড দেবে। পেছনে ডুয়াল ক্যামেরা রয়েছে- একটি ১৩ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং অপরটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সামনে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাসে থাকছে ১০০৯০ এমএএইচ ব্যাটারি। এটি টানা ১৪ ঘণ্টা ভিডিও চালাতে সক্ষম। আর গ্যালাক্সি ট্যাব এস৭-এর ৮০০০এমএএইচ ব্যাটারি দিয়ে ১৫ ঘণ্টা ভিডিও চালানো সম্ভব। দুটো ট্যাবই ৪৫ ওয়াটের দ্রুতগতির চার্জ দেয়া যায়।