যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও মহামারি করোনাভাইরাসের মধ্যেও স্মার্টফোনের বাজারে দ্বিতীয় শীর্ষ কোম্পানি এখনো হুয়াওয়ে। স্মার্টফোনের বাজারে তরতর করে উঠে যাচ্ছিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। তবে বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের মধ্যে পড়ে বিপদে রয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন বাজারে বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রতিষ্ঠানটির। স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকা স্যামসাং যেখানে গত প্রান্তিকে বাজারে ৫ কোটি ৪৭ লাখ ইউনিট স্মার্টফোন ছেড়েছে, সেখানে ৫ কোটি ৪১ লাখ ইউনিট স্মার্টফোন এনেছে হুয়াওয়ে। স্মর্টফোনের বাজারের ১৮ দশমিক ৪ শতাংশ এখন হুয়াওয়ের দখলে। যেখানে শীর্ষে থাকা স্যামসাংয়ের দখলে রয়েছে ১৮ দশমিক ৬ শতাংশ।
বাজার গবেষণার আন্তর্জাতিক প্রতিষ্ঠান গার্টনারের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক অংশুল গুপ্ত বলেন, চীনের বাজারে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ভালো হওয়ায় বাজে পরিস্থিতি এড়াতে পেরেছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারের ৪২ দশমিক ৬ শতাংশ দখল করেছে হুয়াওয়ে। চীনের বাজারে ৫–জি সেবার সুবিধার প্রচারের কারণে তাদের স্মার্টফোন বিক্রি বেড়েছে।